সংস্কার
জাতীয়তাবাদ
ইনসাফ
প্রযুক্তি ও প্রগতি

মাদরাসা ও মসজিদ সংশ্লিষ্ট সকল পেশাজীবীর অধিকার নিশ্চিত করণ ও উপযুক্ত সংস্কারে

১। মাদরাসা শিক্ষাকে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সময়োপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন, ক্যাডেট সিস্টেমে আবাসিক পরিবেশ নিশ্চিত করা এবং আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ইসলামি বিষয়ে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করতে হবে।

২। উন্নত বিশ্বে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উদ্ভাবনী বা স্বতন্ত্র্য যে কোন পদ্ধতিকে তারা স্বাগত জানায়- তাই দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান রেখে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কওমি মাদরাসা শিক্ষার স্বীকৃতিকে পুনঃমুল্যায়ন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সকল মাদরাসা শিক্ষার্থীর প্রতিযোগিতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একইসাথে কর্মক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে প্রতিযোগিতামূলকভাবে মেধার দৌড়ে মাদরাসা কারিকুলামের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী সবাইকে সমান সুযোগ দিতে হবে।

৩। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে শিক্ষকদের বেতন-ভাতা ও জীবন যাপনের মানোন্নয়ন করতে হবে এবং এক্ষেত্রে মাদরাসা শিক্ষকদের জন্য আন্তর্জাতিক মানের আধুনিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন করতে হবে।

৪। দেশের মসজিদগুলোকে গণমুখী ও সমাজবান্ধব করতে হবে একইসাথে শিশু-কিশোর ও নারীর নামাজ, তালিম ও তরবিয়তের লক্ষ্যে মসজিদে সুবব্যবস্থাপনা আবশ্যক করতে হবে।

৫। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং খাদেমদের বেতন-ভাতা উন্নতি করতে হবে এবং কমিটির অযাচিত হস্তক্ষেপ বন্ধে জাতীয়ভাবে মসজিদ ব্যবস্থাপনা অথোরিটি তৈরি করতে হবে।

৬। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান এবং ব্যবসা করার জন্য আর্থিক অনুদান প্রদান নিশ্চিত করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হিসেবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিবিদ্যায় দক্ষ করতে হবে এবং আরব বিশ্বের বাজারে কর্মসংস্থান সৃষ্টি করে সুযোগ অবারিত করতে হবে।

৭। দেশের সকল শিক্ষা কারিকুলামে কুরআন শিক্ষা আবশ্যক করতে হবে এবং প্রয়োজনীয় উপকারী ইসলামী জ্ঞান অর্জন নিশ্চিত করতে হবে।

৮। কওমি মাদ্রাসার উপর পতিত স্বৈরাচারের ন্যায় কোন নজরদারি করা যাবে না এবং জঙ্গিবাদ ইত্যাদি তকমায় ভূষিত করা চিরতরে বন্ধ করতে হবে।

৯। দেশের প্রতিটি কওমি মাদরাসাকে দেশের অসমর্থ, দুঃস্থ-এতিম বা মেধাবীদের মৌলিক অধিকার নিশ্চিতে প্রদত্ত সেবার জন্য স্বীকৃতি দিতে হবে এবং দেশ গঠনে তাদের অবদানকে স্বীকার করতে হবে।

১০। আলেমদের জন্য বিশেষ আর্থিক তহবিল ও ট্রাস্ট গঠন করতে হবে এবং সকল আর্থিক প্রতিষ্ঠানে শর্তহীন ঋণ সুবিধা প্রদান আবশ্যক করতে হবে।

১১। কওমি মাদরাসা শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করে কৃষি নির্ভর প্রকল্পের আওতাধীন বিভিন্ন দেশে কৃষি সংশ্লিষ্ট কর্মসংস্থানে উদ্যোক্তা হিসেবে প্রেরণ করতে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আরব বিশ্বসহ পৃথিবীর সকল দেশে দোভাষী, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষক প্রেরণে সরকারিভাবে উদ্যোগ নিতে হবে।

১২। হজ্বকে সিন্ডিকেটমুক্ত করতে হবে এবং স্বল্প খরচে সহজে হজ্ব সম্পাদনের ব্যবস্থা করতে হবে। একইসাথে যাকাতের সুব্যবস্থাপনা নিশ্চিত করে যাকাতের অর্থ প্রদানে কর মওকুফ ব্যবস্থাপনা ঘোষণা করতে হবে।


সংস্কার বাস্তবায়নে যোগ দিন